সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তেরেসা মে কে মার্কিন ব্যাংকগুলোর হুঁশিয়ারি

তেরেসা মে কে মার্কিন ব্যাংকগুলোর হুঁশিয়ারি

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে সতর্ক করেছে মার্কিন ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। তারা বলেছেন, ব্রেক্সিট বাণিজ্য বিষয়ক সমঝোতা সম্পর্কে যদি তাদের বিস্তারিত জানানো না হয় তাহলে তারা ব্রিটেন ত্যাগ করবেন। ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন কেমন হবে তা তাদের অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করে জানাতে হবে। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এমন সতর্কতা দিয়েছেন বিনিয়োগকারীরা। তারা বলেছেন, তাদের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি না দেওয়া হয় তাহলে তাদের লোকবল সরিয়ে নেওয়া হবে ইউরোপের অন্য কোনো দেশে। সম্প্রতি নিউইয়র্কে বহুজাতিক কতগুলো ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তেরেসা মের সঙ্গে বৈঠক করে এমন হুঁশিয়ারি দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন গোল্ডম্যান স্যাশ, মরগান স্ট্যানলে ও ব্লাক রক-এর মতো আর্থিক প্রতিষ্ঠানের বড়মাপের কর্মকর্তারা। কিন্তু তাদের সঙ্গে বৈঠকে ব্রেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সমঝোতা বা বোঝাপড়া কেমন হবে তা প্রকাশ করেননি তেরেসা মে।

সর্বশেষ খবর