সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম গতকাল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে। বেইজিং বলছে, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে সহায়ক হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও  টেলিস্কোফ (ফাস্ট) তার কার্যক্রম শুরু করে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।

সর্বশেষ খবর