সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ইংলাকের আহ্বান

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সেদেশের জান্তা প্রধানকে তার নিজ ভাই সামরিক কর্মকর্তা প্রিচা-চান-উ-চায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ২০১৪ সালের মে মাসে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার। এরপর থেকে ইংলাকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তদন্ত ও বিচার কাজ শুরু হয়। এএফপি।

হত্যার ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট পুলিশ এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। গত মঙ্গলবার এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এর পরপরই ওই ঘটনার ভিডিও প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।

গতকাল এএফপির খবরে জানানো হয়, কিথ ল্যামন্ট স্কট নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। বিবিসি, এএফপি।

শরণার্থী নগরী...

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউরোপে ঢোকার আগে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের প্রয়োজনীয়

প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লিবিয়ার উপকূলে একটি ‘বড় শরণার্থী নগরী’ গড়ে তোলা উচিত ইউরোপীয় ইউনিয়নের।

তিনি লিবিয়া সরকার পরিচালিত একটি নতুন শরণার্থী শিবিরও গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তিনি শনিবার ভিয়েনায় ইউরোপ ও বলকান নেতাদের এক সম্মেলনে একথা বলেন তিনি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর