মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সিরিয়া ইস্যুতে

‘উদাসীন’ নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

সিরিয়ায় নৃশংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে এবং ‘লজ্জাজনক ঔদাসীন্য’ দেখিয়েছে বলে অভিযোগ করলেন মধ্য ইউরোপের দেশ লিচেনস্টেনের পররাষ্ট্রমন্ত্রী অরেলিয়া ফ্রিক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ অভিযোগ করেন তিনি। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে সিরিয়া ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানিয়েছেন অরেলিয়া। বিশ্ব এখন যে শরণার্থী ও অভিবাসী সংকট মোকাবিলা করছে তার মূল কারণ নৃশংসতা বলে উল্লেখ করেন তিনি। অরেলিয়া বলেন, ‘এ ধরনের অপরাধে জড়িত হওয়ার ইতিহাস থেকে সরে এসে নিরাপত্তা পরিষদ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে পারে।’

সর্বশেষ খবর