বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৫২ বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান

কলম্বিয়া সরকার ফার্ক শান্তিচুক্তি

কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সই হয়েছে। এই চুক্তির মধ্যদিয়ে পাঁচ দশকের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান হল। দীর্ঘ অর্ধ-শতকেরও বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিউবায় চার বছর ধরে শান্তি আলোচনা হওয়ার পর সোমবার প্রথমবারের মতো কলম্বিয়ার মাটিতে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষ (৬৫) ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা টিমোচেনকো (৫৭) পরস্পরের সঙ্গে উষ্ণ করমর্দন করেন। এরপর সাদা একটি কলম দিয়ে তারা চুক্তিতে সই করেন। ঐতিহাসিক এই চুক্তি অনুষ্ঠানে সমবেতরা কলম্বিয়া দীর্ঘজীবী হোক, শান্তি দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন। চুক্তি সই হওয়ার পর আবেগাপ্লুত সান্তোস বলেন, অর্ধশতক ধরে সহিংসতার কালরাত্রির যে ছায়া আমাদের ঢেকে রেখেছিল তার অবসান হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর