বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস মুখপাত্র জোশ আর্নেস্ট সাংবাদিকদের বলেন, সিরিয়ার আলেপ্পোসহ অন্যান্য জায়গায় ব্যাপক রক্তপাতে ওবামা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সিরিয়ায় আমরা দেখতে পাচ্ছি আসাদ সরকার ও রাশিয়া সমন্বিতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে অব্যাহত হামলা চালাচ্ছে। কিন্তু সিরিয়ার সেনা সূত্র এ কথা অস্বীকার করে বলছে, বিমান বাহিনী সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সরকারি বাহিনী তিন সপ্তাহ ধরে আলেপ্পো অবরুদ্ধ করার কারণে সেখানে ওষুধ ও রক্ত সরবরাহের পরিমাণ কমে গেছে। এ ছাড়া একটি পাম্পিং স্টেশনে বিমান হামলার কারণে নগরীর অনেক এলাকাই পানিশূন্য হয়ে পড়েছে। আলেপ্পো সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিতা হাগি হাসান জানান, বিমানগুলো মুহূর্তের জন্য আকাশ ত্যাগ করছে না। এএফপি।

সর্বশেষ খবর