Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৩
সংক্ষেপে

আয়লানের ফুফুর আহ্বান

ভূমধ্যসাগর পার হতে গিয়ে ডুবে যাওয়া শিশু আয়লান কুর্দির ফুফু তিমা কুর্দি ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতি যুক্তরাজ্যে আরও সিরিয়ান শরণার্থী গ্রহণ করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কানাডার ভ্যাঙ্কুবারে তিমার সঙ্গে দেখা করেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। তিমা তাদের প্রতি নিজেদের প্রভাব খাটিয়ে ব্রিটেনে আরও সিরিয়ান শরণার্থী নেওয়ার আহ্বান জানান। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আত্মঘাতী বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতালসূত্র এই তথ্য জানিয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলীয় আল-জাদিদায় একটি বাণিজ্যিক এলাকায় এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এএফপি।

up-arrow