শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওবামার ভেটো মানল না কংগ্রেস

৯/১১ হামলা

ওবামার ভেটো মানল না কংগ্রেস

৯/১১ ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা সংক্রান্ত বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভেটো বাতিল হয়ে গেছে। মার্কিন ইতিহাসে এই প্রথমবারের মতো মার্কিন কোনো প্রেসিডেন্টের ভেটো আমলে নিল না মার্কিন কংগ্রেস। বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৭-১ ভোটে ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৩৪৮-৭৭ ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়। এর ফলে বিলটি আইনে পরিণত হতে যাচ্ছে। এক প্রতিক্রিয়ায় ওবামা বলেন, বিলটি পাস ভুল হয়েছে। এখন থেকে ৯/১১ ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা করতে আর কোনো বাধা থাকল না। ১৫ বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) আল-কায়েদা সন্ত্রাসীদের বিমান হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত ও অন্ততপক্ষে ছয় হাজার মানুষ আহত হন।

এই হামলা ও বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। যে কারণে হামলার পেছনে সৌদি কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। সৌদি আরব ৯/১১ হামলায় সন্ত্রাসীদের অর্থায়নসহ যে কোনো ধরনের সহায়তার কথা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশটির সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনে অবশ্য সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমাণ মেলেনি। টুইন টাওয়ার হামলায় হতাহত কয়েকজনের পরিবার সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে চাইলেও বিদেশি সরকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষা থাকায় অনুমতি মেলেনি তাদের। বিলটি পাসের আগে থেকেই এর বিরুদ্ধে কূটনৈতিক লবিং শুরু করে সৌদি আরব। বিলটি পাস হলে তাদের কাছে থাকা যুক্তরাষ্ট্রের ৭৫০ বিলিয়ন ডলারের বন্ড অন্যদেশের কাছে বিক্রি করে দেওয়ারও হুমকি দেয় দেশটি। পরে পরে বিলটি পাসে ভেটো (আপত্তি) ক্ষমতা প্রয়োগ করেন প্রেসিডেন্ট ওবামা। বিবিসি।

সর্বশেষ খবর