শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সিরিয়ার আলেপ্পোয় মানবিক বিপর্যয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে যুত্তরাষ্ট্র। ওই শহরে বোমা হামলা অব্যাহত রাখলে রাশিয়ার সঙ্গে সিরিয়া শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ হুঁশিয়ারি দেন। ফোনালাপে ল্যাভরভকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলেপ্পোয় আগুনে বোমা এবং বাংকার বোমা হামলার জন্য রাশিয়াই দায়ী। গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সিরিয়া আলোচনা বন্ধের প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে। এক সপ্তাহ আগে আলেপ্পোয় যুদ্ধবিরতি শেষের পর থেকেই শহরটিতে প্রচণ্ড বোমা হামলা চলছে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত ওই শহরটিতে আটকা পড়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ। বিবিসি।

সর্বশেষ খবর