শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইরানে নারী সাংবাদিকের ১০ বছরের দণ্ড

ইরানের আদালত সাংবাদিক ও মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর ১০ বছরের কারাদণ্ড বহাল রাখায় বুধবার রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) এর নিন্দা করেছে। মোহাম্মদী (৪৪) ইরানের সুপরিচিত সাংবাদিক। নারী অধিকার নিয়ে কাজ করায় চলতি বছরের প্রথমদিকে তিনি সিটি অব প্যারিস পদক পান। সেন্টার ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের নারী মুখপাত্র হিসেবে কাজ করা মোহাম্মদী ইরানে মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ কারণে ২০১৫ সালের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। দুই সন্তানের মা মোহাম্মদীকে এপ্রিলে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু গত বছর পাস করা আইন অনুযায়ী অবৈধ গ্রুপ গঠন ও ব্যবস্থাপনার দায়ে জড়িত থাকার কারণে তার ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। এএফপি

সর্বশেষ খবর