শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মার্কিন আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার

আলেপ্পোয় বোমা হামলা

সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পোয় বোমা হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করেছে রাশিয়া। রাশিয়া বলেছে, তারা  বোমা হামলা চালিয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, সিরিয়ার সশস্ত্রবাহিনীকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে রুশ বিমানবাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত রাখার শেষপ্রান্তে রয়েছে ওয়াশিংটন। গত বুধবার যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে বলে, মস্কো বোমা হামলা বন্ধ না করলে তারা সিরিয়ায় সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা বন্ধ করে দেবে। রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে তা সন্ত্রাসীদের জন্য একটি উপহার হবে।

এক বছরে ৯ হাজারের বেশি নিহত : সিরিয়ায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রুশ বিমান হামলায় এক বছরে ৯ হাজার ৩০০ লোকের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ জন বেসামরিক  লোক। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস গতকাল জানায়, রুশ হামলায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আইএসসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ৫ হাজার ৫০০-এর বেশি যোদ্ধা রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর