শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
পার্ক স্ট্রিট গণধর্ষণ

চার বছর পর গ্রেফতার মূল অভিযুক্ত

কলকাতা প্রতিনিধি

ভারতের কলকাতার পার্ক স্ট্রিটে ২০১২ সালে একটি চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত কাদের খান সাড়ে চার বছর পালিয়ে থাকার পর ধরা পড়েছেন। ওই মামলার আরেক পলাতক আলী খানকেও তার সঙ্গে বৃহস্পতিবার রাত ১টা নাগাদ দিল্লির গাজিয়াবাদের একটি ফ্ল্যাটের সামনে থেকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় অন্য তিনজন আগেই ধরা পড়েছেন এবং তাদের সাজাও দিয়েছে আদালত। তবে সাজা ঘোষণার আগেই ধর্ষিতা নারী সুজেট জর্ডন মেনিঞ্জাইটিস রোগে গত বছর মার্চে মারা গেছেন। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি। পার্ক স্ট্রিটের এক পানশালায় সুজেটের সঙ্গে আলাপ জমিয়েছিলেন কাদের আর তার বন্ধুরা। পরে সুজেটকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন তারা। বিশ্বাস করে তাদের গাড়িতে উঠেছিলেন সুজেট। কিন্তু চলন্ত গাড়িতেই তাকে ধর্ষণ করেন কাদের। বাকিরা মদদ জোগান। রবীন্দ্র সদনের কাছে সুজেটকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভারতে ব্যাপক তোলপাড় হয়। অনেকে সুজেটের অভিযোগ মিথ্যা আখ্যায়িত করেন। পুলিশ থেকে শাসক দলের মহিলা সাংসদ— সুজেটের চরিত্র নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেউই। তবে আদালতে প্রমাণিত হয় সুজেট ধর্ষণের শিকার হয়েছেন।

দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার মুরলিধর শর্মা বলছেন, বেশ কিছুদিন আগেই তাদের কাছে খবর আসে কাদের দিল্লির কাছাকাছি কোথাও আছেন। তার পরই খোঁজ শুরু হয়। পরে মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান নিশ্চিত করে সহযোগী আলীসহ তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর