Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০
ইহুদি নিধনের সঙ্গে তুলনা

ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হিটলারের ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। মাদকাসক্তদের সঙ্গে তুলনা করায় ফিলিপাইনের প্রেসিডেন্টের সমালোচনা করেছে ইহুদি  নেতারা। ইহুদি নেতারা বলেছেন, ‘দুতের্তের মন্তব্য ও নািসদের হাতে নিহত ইহুদিদের সংখ্যা কমিয়ে বলা অমানবিক ও অপমানজনক।’ জার্মান নািসদের হাতে ইউরোপ জুড়ে ৩০ লাখ ইহুদি প্রাণ হারিয়েছিল বলে মন্তব্য করেছিলেন দুতের্তে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow