রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে রাশিয়া

কূটনীতি এখন লাইফ সাপোর্টে

সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়া নিয়ে কূটনীতি এখন লাইফ সাপোর্টে আছে, তবে মারা যায়নি। গতকাল গণমাধ্যমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী আলেপ্পোয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১১ সাল থেকে আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চলার মধ্যেই আলেপ্পোয় হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী। যুদ্ধবিরতি শেষে এ অঞ্চলে জোরালোভাবে হামলা চালাতে থাকে তারা। সিরিয়া গৃহযুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধমুখর অঞ্চল এই আলেপ্পো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তৃতীয় দিনের মতো টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার শীর্ষ এ কূটনীতিক কেরিকে বলেছেন, আলেপ্পোর পরিস্থিতি স্বাভাবিক করতে আরও যা যা করা দরকার, তা করতে আগ্রহী মস্কো। শুক্রবার যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে, সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে কূটনীতি বন্ধ করতে এখনো আগ্রহী নয় তারা। মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘এটি (কূটনীতি) এখন লাইফ সাপোর্টে, তবে শেষ হয়ে যায়নি... আমরা এখনো দরজা বন্ধ করতে স্থির নই।’ আল জাজিরা।

সর্বশেষ খবর