সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্রিটেনের ইইউ ত্যাগের প্রক্রিয়া মার্চে

ব্রিটেনের ইইউ ত্যাগের প্রক্রিয়া মার্চে

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আগামী বছরের মার্চের মধ্যে এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। বিবিসিকে গতকাল মে বলেন, লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকরের মধ্য দিয়েই এ আনুষ্ঠানিক ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হবে।  ২০১৭ সালে এ প্রক্রিয়া শুরুর দুই বছর পর অর্থাৎ, ২০১৯ সালেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পথে রয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পক্ষের শিবির দুই বছরের আলোচনা প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এর আগে  বলেছিলেন, ব্রেক্সিট প্রক্রিয়া এ বছর শুরু করবেন না তিনি।

সর্বশেষ খবর