শিরোনাম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শান্তিচুক্তি মানল না কলম্বিয়ার মানুষ

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শান্তির যে সুবাস বইছিল তা হঠাৎই থেমে গেল। ৫০ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির ভোটাররা। রবিবার এ বিষয়ে গণভোটে চুক্তির বিপক্ষে ৫০.২৪ শতাংশ ভোট পড়ে। চার বছরের আলোচনার পর গত সপ্তাহে দ্য রেভলুশন্যারি আর্মড  ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থি সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে সই করেন। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে জনগণের ‘সম্মতি’র দরকার ছিল; সে জন্যই গণভোটের আয়োজন করা হয়। এই চুক্তি যে কলম্বিয়ানরা মানবে না তা বোঝা গেছে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিতেই। মাত্র ৩৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ১ কোটি ৩০ লাখ ব্যালটের মধ্যে ৬৩ হাজারেরও কম ভোটের ব্যবধানে শান্তিচুক্তিটি ‘প্রত্যাখ্যাত’ হয়। বিবিসি।

সর্বশেষ খবর