Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:৩৭
বাগদাদির খাবারে বিষ!
বাগদাদির খাবারে বিষ!

একজন ‘গুপ্তঘাতকের বিষ মেশানো খাবার’ খেয়ে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়েছেন বলে খবর দিয়েছে ডেইলি মেইল। ইরাকের নিনেভের  বেয়াজ এলাকায় বাগদাদি ও জঙ্গিগোষ্ঠীটির আরও তিনজন কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ  মেশানো হয়। এতে বাগদাদিসহ চার জঙ্গি ‘মারাত্মক বিষাক্রান্ত হয়ে পড়েন’ বলে একটি ইরাকি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানায় মেইল। এই চার নেতাকে ‘কঠোর গোপনীয়তায় একটি অজানা স্থানে নেওয়া হয়েছে’ বলে জানা গেছে। খাবারে বিষ মেশানোর সঙ্গে জড়িতদের আটক করতে আইএস একটি তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল-কায়েদার একটি দলছুট অংশকে নিয়ে আইএস গড়ে তোলেন বাগদাদি। বাগদাদির চলাফেরা তার একান্ত ঘনিষ্ঠ চক্র ছাড়া আর  কেউ জানে না। তিনি এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করেন না বলেও জানা যায়। বিমান হামলা এড়ানোর জন্য তিনি অনবরত ইরাক ও সিরিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করেন বলেও জানা গেছে।

এই পাতার আরো খবর
up-arrow