Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:৩৮
বিশ্বব্যাংক ও ইউনিসেফের প্রতিবেদন
চরম দারিদ্র্যে বড় হচ্ছে ৩৮ কোটি শিশু

বিশ্বের অন্তত ৩৮ কোটি ৫০ লাখ শিশু বড় হচ্ছে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে। এই সংখ্যা উন্নয়নশীল দেশগুলোর পাঁচ ভাগের প্রায় এক। এই শিশুদের পরিবারের আয় দিনে ১ দশমিক ৯ মার্কিন ডলার বা বাংলাদেশি ১৪৮ টাকা অথবা এর চেয়েও কম। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই শিশুদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংস্থা দুটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইউনিসেফ এবং বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের অর্ধেক শিশু ও দক্ষিণ এশিয়ার তিন ভাগের এক ভাগ শিশু চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, চরম দারিদ্র্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বঞ্চনার কারণে তাদের শরীর ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতিসংঘ।

এই পাতার আরো খবর
up-arrow