Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২৩:৩৮
সিরিয়ায় বিয়ে অনুষ্ঠানে হামলায় নিহত ২২

সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সোমবার দেশটির উত্তর-দক্ষিণাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এক সদস্যের বিয়ের অনুষ্ঠানের হলে ঢুকে এক আত্মঘাতী নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছেন। আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আত্মঘাতী হামলায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। তিনি ওই হামলা সম্পর্কে বলেন, ‘বর-কনে যখন মালা বদল করছিল ঠিক সে সময়ই কালো জ্যাকেট পরা এক লোক আমার পাশে এসে দাঁড়াল। তাকে দেখতে বেশ অদ্ভুভ লাগছিল। এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বড় ধরনের বিস্ফোরণ হলো। এএফপি।

up-arrow