বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কুন্দুজের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আফগান সরকারের

আফগানিস্তানের কুন্দুজ শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগান সরকার। এ শহরটি পুনঃদখলে নিতে গতকাল ভোরে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, সরকার কুন্দুজের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কুন্দুজ শহরের বাইরের কিছু এলাকায় এখনো সংঘর্ষ চলছে। শহরের কেন্দ্র জঙ্গিমুক্ত করা হয়েছে। সোমবার সকালের দিকে কুন্দুজে হামলা চালায় তালেবান জঙ্গিরা। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ব্রাসেলসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে গেছেন। কুন্দুজের পুলিশপ্রধান মোহাম্মদ কাসিম জাঙ্গালবাগ বলেন, বিশেষ বাহিনীর সহায়তায় মঙ্গলবার রাতে তারা কুন্দুজে অভিযান চালিয়েছেন। পুরো শহরকে জঙ্গিমুক্ত করা হয়েছে। অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে জঙ্গিরা সংখ্যায় ঠিক কতজন, তা নির্ধারণ করা যায়নি। কুন্দুজের প্রাদেশিক গভর্নর আসাদুল্লাহ ওমরখিল বলেন, এখনো সেখানে অভিযান চলছে। তবে তালেবান জঙ্গিরা সাধারণ বাসিন্দাদের বাড়িতে লুকিয়ে থাকায় অভিযান ধীরগতিতে পরিচালনা করতে হচ্ছে। ওমরখিল বলেন, কুন্দুজের বাসিন্দাদের নিজেদের বাড়িতে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া শহরে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর