বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সিরিয়ায় নুসরা ফ্রন্টের নেতা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী জাবহাত ফাতেহ আল শাম  গোষ্ঠীর (নুসরা ফ্রন্ট) অন্যতম জ্যেষ্ঠ নেতা আবু আল ফরাজ আল মাসরি নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, জাবহাত ফাতেহ গোষ্ঠীর তথ্যানুযায়ী আল ফরাজ ইদলিব প্রদেশে নিহত হয়েছেন। জাবহাত ফাতেহ আল শাম জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কিত থাকাকালে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। জুলাইতে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের পর নতুন নাম নেয় গোষ্ঠীটি। মিশরীয় নাগরিক আল ফরাজ আল কায়েদার অভিজ্ঞ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি জাবহাত ফাতেহ গোষ্ঠীর সুরা কাউন্সিলের সদস্য ছিলেন।

 

শান্তি চুক্তি রক্ষার চেষ্টা কলম্বিয়ার প্রেসিডেন্টের

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ফার্ক বিদ্রোহী গ্রুপের সঙ্গে করা শান্তি চুক্তির পরিবর্তন বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করতে সিনিয়র সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর সান্তোস এ ঘোষণা দেন। রবিবার এক গণভোটে সামান্য ব্যবধানে শান্তি চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিব ওই বৈঠকে যোগ না দিলেও সরকারের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় তিন আলোচককে দায়িত্ব দেন। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর