Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:৫৫
হাইতিতে হাজারো মানুষ বাস্তুচ্যুত
শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত

হাইতিতে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিওয়ের আঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ে কমপক্ষে সাতজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্গত এলাকায়  পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। এদিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত এটি এখন কিউবার উত্তর-পূর্বাঞ্চলের উপকূল হয়ে  ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ক্যারোলাইনা ১০ লাখেরও বেশি মানুষকে অপসারণ শুরু করেছে। চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হওয়া ম্যাথিও চলতি সপ্তাহের  শেষে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিউবাতেও আঘাত হেনেছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, হাইতির চেয়ে কিউবায় কম ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাইতিতে ২৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় এবং প্রবল বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। বিবিসি।

up-arrow