বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লিবিয়া উপকূলে ১০ হাজার অভিবাসী উদ্ধার

লিবিয়া উপকূলে ১০ হাজার অভিবাসী উদ্ধার

লিবিয়ার উপকূল থেকে গত দুই দিনে ১০ হাজারের বেশি জীবিত অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। গতকাল এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইতালি কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার লিবিয়ার উপকূলে ৩০টিরও বেশি অভিযান চালায়  ইতালিয়ান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তারা চার হাজার ৬৫৫ জনকে জীবিত এবং ২৮ জনের মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার ৩৯টি নৌকা  থেকে ৬ হাজার অভিবাসী উদ্ধার করে তারা। এক জরিপে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার অভিবাসী ইতালি পৌঁছেছেন। এ ছাড়া এ পর্যন্ত নৌকাডুবিতে মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

এদিকে লিবিয়ার উপকূলের অদূরে ইউরোপগামী ২৮ শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ২২ জনকে একটি ছোট কাঠের নৌকায় পাওয়া যায়। মঙ্গলবার লাশগুলো উদ্ধার করা হয়। ইতালির কোস্টগার্ড জানায়, সমুদ্রে ৩৩ দফা অভিযানে ২৮ শরণার্থীর লাশ পাওয়া গেছে। এএফপি

সর্বশেষ খবর