বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন ইউরোপীয় পার্লামেন্টের

জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ে ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুসমর্থনে চূড়ান্ত মত দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে  ভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নীতিনির্ধারকরা এ মত দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে ৩০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের  বেলজিয়ামের ব্রাসেলসে ইনভায়রনমেন্ট কাউন্সিলের  বৈঠকে অনুসমর্থনের বিষয়টি আসলে মত দিয়েছিলেন  বৈঠকে অংশগ্রহণকারী নেতারা। বিশ্বে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী অন্তত ৫৫টি দেশ অনুসমর্থন করলে এই চুক্তি কার্যকর হবে। এএফপি

সর্বশেষ খবর