Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:৫৭
দাদরি হত্যাকাণ্ড
আটক অভিযুক্তের হাসপাতালে মৃত্যু
কলকাতা প্রতিনিধি

দাদরি হত্যাকাণ্ডের ঘটনায় আটক অন্যতম অভিযুক্ত রবির (২২) মৃত্যু হয়েছে হাসপাতালে। মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে মৃত্যু হয় রবির। সূত্রে খবর, কিডনি সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে নয়ডার একটি হাসপাতালে ভর্তি করানো হয় রবিকে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবারই দিল্লিতে স্থানান্তরিত করা হয় তাকে। লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালের সুপার ড. জে সি পাসি জানান, খুব সংকটজনক অবস্থায় গতকাল  রোগীকে আমাদের এখানে নিয়ে আসা হয়। তিনি কিডনি ও রক্ত চাপজনিত সমস্যায় ভুগছিলেন। দাদরি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে রবি তাদের অন্যতম।

এই পাতার আরো খবর
up-arrow