Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:৫৭
অন্য খবর
বিশ্বের সেরা কৃষ্ণাঙ্গ মডেল
বিশ্বের সেরা কৃষ্ণাঙ্গ মডেল

এই মুহূর্তে তিনিই বিশ্বের সর্বাপেক্ষা কৃষ্ণাঙ্গ মডেল। আফ্রিকার এই মডেলের নাম খৌদিয়া ডিয়োপ।

ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, মডেল হিসেবে তিনি শুধু উপযুক্তই নন, অনবদ্য। সৃষ্টিকর্তা এক অদ্ভুত দক্ষতায় যেন তৈরি করেছেন মডেল দুনিয়ার এই তারকাকে। সৃষ্টিকর্তার এই কীর্তিকে সম্মান জানাতে এই মডেলকে ‘মেলানিন দেবী’ বলেও সম্বোধন করা হয়ে থাকে।   মেলানিন কী হল আমাদের ত্বকে থাকা এক ধরনের পদার্থ। এই মেলানিনই আমাদের ত্বকের রং নির্ধারণ করে।

 নিজেকে ফর্সা হিসেবে উপস্থাপিত করে তুলতে অনেকেই শরীরের মেলানিন কমানোর পথে হাঁটেন। তবে  সেই পথে হাঁটেননি খৌদিয়া। নিজের পথে হেঁটেই লাভ করেছেন সেরার শিরোপা।

up-arrow