বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

কর্মকর্তার পক্ষত্যাগ

চীনের রাজধানী বেইজিংয়ে উত্তর কোরীয় দূতাবাসের এক পদস্থ কর্মকর্তা পক্ষত্যাগ করেছেন। এদিকে পৃথক এক খবরে বলা হয়, দূতাবাসের দুই স্টাফ বেইজিংয়ে জাপান মিশনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। পিয়ংইয়ংয়ের বিষয় দেখভাল করা সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, গত মাসের শেষের দিক  থেকে পরিবারসহ উত্তর কোরিয়ার ওই কর্মকর্তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

থাইল্যান্ডে গ্রেফতার

হংকংয়ের গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট জোশুয়া উংকে গ্রেফতার করেছে থাই কর্তৃপক্ষ। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়। গতকাল তার দল দেমোসিসতোর এক বিবৃতিতে এ কথা বলা হয়। ২০১৪ সালের হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভে অন্যতম ভূমিকা পালন করে জোশুয়া উং। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাংককে উংকে আমন্ত্রণ জানানো থাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা নেতিউয়িত চতিপাতপাইসাল  সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। এএফফি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর