শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ঘূর্ণিঝড় ম্যাথিউর তাণ্ডব

আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইতির দক্ষিণাঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্ততপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। ম্যাথিউর তাণ্ডবের কারণে হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কিউবা ও হাইতির ওপর দিয়ে বয়ে যায়। গমনপথে প্রচণ্ড বৃষ্টিপাতে ওই অঞ্চলের শহরগুলো ভাসিয়ে দিয়ে যায়। এতে গবাদিপশু, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিবিসি

 

টাইফুনের আঘাত

টাইফুন চাবার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার একাধিক শহর। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গতকাল গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বুসান ও উলসান। সেখানকার স্কুল, শিল্প-প্রতিষ্ঠান ও দেশটির প্রধান বন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শহরের রাস্তা ঢেকে গেছে কাদাযুক্ত বন্যার পানিতে। বিবিসি

 

বিস্ফোরণে নিহত ২৯

সিরীয়-তুরস্ক সীমান্তে গতকাল শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ সিরীয় বিদ্রোহী নিহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের মধ্যবর্তী স্থানে আতমি ক্রসিংয়ে বোমার বিস্ফোরণ ঘটে। তবে এর কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তারা আরও জানায়, এতে প্রায় ২০ জন আহত হয়েছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাতুলিয়া আতমিতে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এএফপি

সর্বশেষ খবর