শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-ইইউর সহযোগিতা নয় : ফিলিপাইন

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের নানা ধরনের মন্তব্য এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম। কিছুদিন আগে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘মা’ তুলে গালি দেন দুতার্তে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে একহাত নিলেন দুতার্তে। তিনি বলেন, তারা চাইলে তাদের আর্থিক সহযোগিতা ফিরিয়ে নিতে পারে। পুলিশ কর্মকর্তাদের এক সম্মেলনে তিনি বলেন, ‘চলে যান, আপনাদের টাকা অন্য কোথাও নিয়ে যান। আমরা জাতি হিসেবে টিকে থাকতে পারব।’ ওই সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্র ও ইইউকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আমদের কীভাবে দেখেন? ভিক্ষুক? এটা ভুল। আপনাদের সাহায্য আমাদের দরকার নেই। আল জাজিরা।

সর্বশেষ খবর