শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ট্রেনে বোমা হামলা

পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী একটি ট্রেনে জোড়া বোমা হামলায় ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। গতকাল বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার আব এ গুম এলাকায় এ ঘটনা ঘটেছে । ওই এলাকায় ট্রেন লাইনের মধ্যে একটি বোমা পাতা ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে আভাস পাওয়া গেছে। পাকিস্তান রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদ গুল বলেছেন, প্রথম বিস্ফোরণের ২০ মিনিট পর একই এলাকায় দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। দ্য ডন।

 

অনার কিলিং বন্ধে আইন

তথাকথিত ‘অনার কিলিং’ সংক্রান্ত আইনে খুনিদের ছাড় পাওয়ার সুযোগ বন্ধ করতে সর্বসম্মতভাবে বিল পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। পরিবারের সম্মান রক্ষার নামে স্বজনদের হত্যা করেও পাকিস্তানি আইনের ওই ফাঁক গলে এতদিন বেরিয়ে যেত খুনিরা। আইনে বলা ছিল, পরিবার ক্ষমা করে দিলে দণ্ড থেকে মুক্তি পাবে আসামি। গণমাধ্যমে বলা হয়েছে, সেই আইন সংশোধন করে পাকিস্তানের পার্লামেন্ট হত্যাকারীর মুক্তির পথ বন্ধ করেছে। অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে।

 

২২ সেনা নিহত

আফ্রিকার দেশ নাইজারের উত্তর-পূর্বাঞ্চলীয় তাহোয়া এলাকার তাসসালিত গ্রামের এক শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ২২ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানায়। এখনো কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বিবৃতিতে রাফিনি বলেন, আমরা তাসসালিতে হামলার খবর পেয়েছি। এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর