রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক নির্বাহী আদেশে আরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন দুই দেশের বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে। গতকাল গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও রাষ্ট্রীয় পরামর্শক (প্রধানমন্ত্রীর পদমর্যাদা) অং সান সু চি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করেন। এর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন ওবামা। দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য সুবিধা পাওয়ার ওপর ১৯৮৯ সালে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। কারণ ছিল, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। হোয়াইট হাউস জানিয়েছে, মিয়ানমারে গণতন্ত্রের জন্য টেকসই অগ্রগতির অর্থ দাঁড়ায় তারা আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়। বিবিসি।

সর্বশেষ খবর