সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইয়েমেনে দাফন অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪০

ইয়েমেনে দাফন অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪০

ইয়েমেনের রাজধানী সানায় একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকার দাবি করেছে, সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য দায়ী। তবে সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সহযোগিতার বিষয়টি ‘দ্রুত পর্যালোচনা’ শুরু করেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ হয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ২০১৪ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শনিবারের ওই বিমান হামলার পর ঘটনাস্থলে গিয়ে হতাহতের সংখ্যা ও অবস্থা দেখে উদ্ধারকর্মীরা হতভম্ব হয়ে পড়েন বলে জানা গেছে। হুতিদের পরিচালিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রওশানের পিতার দাফন অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। রওশানের পিতা দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এই হামলায় হুতি বিদ্রোহীদের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদির সরকারকে হুতি বিদ্রোহী এবং সাবেক  প্রেসিডেন্ট সালেহর অনুগত বাহিনী উভয়ের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া  দেশটির এই যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওই অঞ্চলের অন্যতম দরিদ্র রাষ্ট্র ইয়েমেন। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর