মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নোবেলের অর্থ দান করবেন সান্তোস

কলম্বিয়ায় ৫২ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে শান্তি চুক্তির কারণে এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি স্বর্ণপদক, সনদ ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ৩২ হাজার ডলার)। গত পরশু প্রেসিডেন্ট সান্তোস ঘোষণা দিয়েছেন তিনি নোবেল পুরস্কারের যে অর্থ পাবেন তার পুরোটাই দান করে দেবেন। আগামী ১০ ডিসেম্বর অসলোয় তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। স্থানীয় সময় গতকাল রাতে বোগোটায় এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সান্তোস বলেন, পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নোবেল পুরস্কার জয়ের অর্থ তিনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। টানা কয়েক বছরের চেষ্টার পর কট্টর বামপন্থি ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে গত ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত শান্তিচুক্তি করতে সম্মত হন।  তবে কয়েক দিন আগে গণভোটে শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার জনগণ। এএফপি

সর্বশেষ খবর