Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:২৬
ট্রাম্পের অশালীন আলাপসঙ্গী বিলি বুশ বরখাস্ত
ট্রাম্পের অশালীন আলাপসঙ্গী বিলি বুশ বরখাস্ত

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর বাকি ২৮ দিন। তবে এ সময়কে উের এখন যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনার বিষয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া অশালীন মন্তব্যের ভিডিও ও অডিও। গতকাল প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে মুখোমুখি বিতর্কেও বিষয়টি নিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে ট্রাম্পকে। কিন্তু ১১ বছর আগে সেই ভিডিওর আলাপসঙ্গী ছিলেন দেশটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনবিসি উপস্থাপক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ পরিবারের সদস্য বিলি বুশ। এই বিলি বুশকে সাময়িক বরখাস্ত করেছে এনবিসি টিভি কর্তৃপক্ষ। বিলি ওই চ্যানেলটির জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘টুডে’র উপস্থাপক।  সমালোচনার মুখে গত শুক্রবারই একবার দুঃখপ্রকাশ করেছিলেন বিলি বুশ। এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নোয়াহ ওপেনহেইম তার দলের সদস্যদের উদ্দেশে পাঠানো এক দাফতরিক চিঠিতে বলেন, ‘গত ৪৮ ঘণ্টা আমরা চরমভাবে বিপর্যস্ত। তবে একটা বিষয় পরিষ্কার, ওই ভিডিওতে বিলির ভাষা এবং আচরণের কোনো ব্যাখ্যা নেই। এই পরিস্থিতিতে এনবিসি কর্তৃপক্ষ বিলিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী পর্যালোচনার জন্য বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’ এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow