Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:২৬
থাই রাজা ভুমিবল গুরুতর অসুস্থ

থাইল্যান্ডের রাজা ভুমিবল প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা রাজা ভুমিবল আদুলিয়দেজ। তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রপ্রধানও। থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল। সেখানে শাসন ক্ষমতায় প্রায়ই সামরিক হস্তক্ষেপ হয়। তবে রাজা ভুমিবলকে শ্রদ্ধা করেন সব পক্ষের মানুষ। তাকে দেশের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি অনেক দিন ধরে জনসম্মুখে আসতে পারছেন না। গত বছরের বেশির ভাগ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোয়ও তিনি শারীরিক নানা জটিলতায় ভোগেন।

up-arrow