বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রিপাবলিকান প্রধানেরও সমর্থন হারালেন ট্রাম্প

রিপাবলিকান প্রধানেরও সমর্থন হারালেন ট্রাম্প

মার্কিন রিপাবলিকান দলের জ্যেষ্ঠ নেতা ও অন্যতম প্রধান পল রায়ান। তিনি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকারও। তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে তার সমর্থন তুলে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। মূলত নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন বলে জানিয়েছেন পল রায়ান। সোমবার যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যের সঙ্গে কনফারেন্স কালে কথা বলেন পল রায়ান। ওই কথোপকথনে রায়ান বলেন, তিনি ধরেই নিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলছেন হিলারি ক্লিনটন। তাই কংগ্রেসে রিপাবলিকানরা হিলারিকে চ্যালেঞ্জের মতো শক্ত অবস্থানে থাকবে, এমনটা নিশ্চিত করতে চান। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার বলেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসে হিলারি যাতে অবাধে সিদ্ধান্ত না নিতে পারেন, সে জন্য সর্বশক্তি ব্যয় করবেন তিনি। কয়েক দিন আগে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সম্মলিত ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস। ২০০৫ সালের ওই ভিডিওতে ট্রাম্প বলেন, তারকা হলে নারীদের সঙ্গে যা খুশি করা যায়। এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই ভিডিওতে বিবাহিত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং অপর নারীকে চুম্বন ও চেপে ধরার কথা দাম্ভিকতার সঙ্গেই বলেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর