বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তান দখলের সিদ্ধান্ত ছিল ভারতীয় বাহিনীর!

ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রতি সমর্থন জানানো সাবেক সেনাপ্রধান জেনারেল ভি পি মালিক (অব.) দাবি করেছেন, কারগিল যুদ্ধের সময় ভারতীয় বাহিনী পাকিস্তানে ঢুকে হামলা চালাতে চেয়েছিল। আন্তর্জাতিক চাপ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির অনুরোধে ভারতীয় সেনাবাহিনী সে যাত্রায় ‘পাকিস্তানকে ছাড় দিয়েছিল’। সোমবার ভারতের ভাদোদারায় সুইচ গ্লোবাল এক্সপোয় নেতৃত্ব ও প্রেরণাবিষয়ক এক বক্তব্যে মালিক এসব কথা বলেন। এ সময় তিনি সম্প্রতি চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রমাণ চাওয়ায় বিরোধী দলেরও তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা পার হয়ে হয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে পাকিস্তানি বাহিনীকে সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল।

সর্বশেষ খবর