বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সরকার ও সেনা নিয়ে সংবাদ

তোপের মুখে পাকিস্তানের সাংবাদিক

এবার সরকারের রোষের শিকার হলেন পাকিস্তানের এক সাংবাদিক। নওয়াজ শরিফ সরকার ও দেশটির সেনাবাহিনীর সম্পর্কের টানাপড়েন নিয়ে সোমবার একটি ‘এক্সক্লুসিভ’ খবর প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন। খবরটি করেছিলেন সাংবাদিক সিরিল আলমেইদা। কিন্তু এই সংবাদের কারণে চটেছেন নওয়াজ সরকার। ওই সাংবাদিকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল শরিফ সরকার। সংবাদ প্রকাশের পর মধ্য রাতের মধ্যেই আলমেইদা নিজেই টুইট করে জানিয়েছেন, প্রশাসনের তরফে তাকে বলা ও লিখিতভাবে জানানো হয়েছে তার নামটি এখন ‘এগজিট কস্ট্রোল লিস্ট’-এ রাখা হয়েছে। তার প্রমাণও দেখানো হয়েছে সাংবাদিক আলমেইদাকে। আলমেইদার বিরুদ্ধে পাকিস্তান সরকার যে কড়া পদক্ষেপ করতে যাচ্ছে, তার ইঙ্গিত সোমবার সকালেই মেলে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথায়। গত পরশু পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, অর্থমন্ত্রী ইশহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তান গোয়েন্দা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের মধ্যে বৈঠকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হয়।

তবে সরকারের এই সিদ্ধান্তে ভয় পায়নি পত্রিকাটি। ‘ডন’ কর্তৃপক্ষ সরকারি রোষানলের মুখে পড়া সাংবাদিকের পাশেই দাঁড়িয়েছেন। লিখিত বিবৃতি দিয়েই ওই পাকিস্তান সাংবাদিকের পক্ষ নেওয়ার কথা জানিয়েছেন ‘ডন’ কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর