বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

আইএসের প্রচারণা প্রধান নিহত

সিরিয়ার রাকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণা বিষয়ক প্রধান বিমান হামলায় নিহত হয়েছেন। তার নাম ওয়েইল আদিল হাসান সালমান আল ফায়াদ। তিনি আবু মোহাম্মদ আল ফুরকান নামেও পরিচিত। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস। সোমবার অনলাইনে আইএস একটি বিবৃতি প্রকাশ করে। এতে আবু মোহাম্মদ আল ফুরকানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে কবে, কোথায়, কিভাবে তিনি নিহত হয়েছেন তা বলা হয়নি। পেন্টাগনের দাবি গত মাসে সিরিয়ার রাকা প্রদেশে মার্কিন নেতৃত্বে বিমান হামলা হয়। এতে আল ফুরকান নিহত হয়েছেন। বিবিসি।

লতাকে বঙ্গবিভূষণ দেওয়া স্থগিত

শারীরিক অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত আগামী ২০ অক্টোবর কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে না। কিছুটা সুস্থ হলে পরে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা কয়েক দিন আগেই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক হয় ২০ অক্টোবর মুম্বাইয়ে লতার বাড়িতে গিয়ে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হবে। কলকাতা প্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর