Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২২:৫৬
আকাশ থেকে পড়ল নীল বরফের চাঁই
দীপক দেবনাথ, কলকাতা
আকাশ থেকে পড়ল নীল বরফের চাঁই

সাত-সকালেই আকাশ থেকে খসে পড়ল নীল রঙের আস্ত একটা বরফের চাঁই। আর তা দেখেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শাসনের পাকদহ গ্রামে। শফিকুল ইসলামের বাড়ির উঠোনে আছড়ে পড়ে চাঁইটি। ওজনে সেটি ছিল প্রায় পাঁচ কেজির কাছাকাছি। শব্দ শুনেই বাইরে এসে বরফের চাঁই দেখে হতবাক শফিকুল। প্রথমে নিজেই সেটাকে নাড়াচাড়া করেন, এরপর বাড়ির অন্যরাও বাইরে বেরিয়ে আসেন। মুহৃর্তের মধ্যেই আকাশ থেকে বরফ পড়ার খবর ছড়িয়ে যায় গ্রামে। আর বরফ দেখতে শফিকুলের বাড়িতে তখন ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় স্থানীয় শাসন থানায়ও। পরে ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশের একটি দল শফিকুল ইসলামের বাড়িতে আসে।

এই পাতার আরো খবর
up-arrow