শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে আদালতে গড়াল ব্রেক্সিট বিতর্ক

অবশেষে আদালতে গড়াল ব্রেক্সিট কার্যকর করা নিয়ে চলমান বিতর্ক। পার্লামেন্টকে পাশ কাটিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে মন্ত্রিপরিষদের ইচ্ছায় ব্রেক্সিট কার্যকরের রূপরেখা নির্ধারণ করতে চান। এর বিপক্ষে পার্লামেন্টে ভোটাভুটির ভিত্তিতে ব্রেক্সিট কার্যকরের রূপরেখা তৈরির দাবিতে আদালতে আবেদন করা হয়েছে। আগামী সোমবার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি হবে। লন্ডনভিত্তিক ‘এসসিএম প্রাইভেট’ নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিনা মিলার সরকারের বিরুদ্ধে করা এই আবেদনের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে ইইউপন্থি বিভিন্ন প্রচার গোষ্ঠীর পাশাপাশি ইইউভুক্ত বিভিন্ন দেশে বসবাসরত ব্রিটিশদের অধিকার রক্ষায় গঠিত ‘ফেয়ার ডিল ফর এক্সপ্যাটস’ নামের একটি সংগঠনও এই মামলায় বাদী হয়েছে। মামলার বিষয়টিকে ইইউপন্থিরা স্বাগত জানাচ্ছে। তবে সমালোচনা আসছে ব্রেক্সিটপন্থিদের তরফ থেকে। ব্রেক্সিটের সমর্থকরা বলছেন, আদালতের মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের চেষ্টাকে থামিয়ে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। অনলাইন।

সর্বশেষ খবর