রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কালামের জন্মদিনে প্রণব ও মোদির শ্রদ্ধা

কলকাতা প্রতিনিধি

কালামের জন্মদিনে প্রণব ও মোদির শ্রদ্ধা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামের ৮৫তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে কালামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রণব মুখার্জি। পরে রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘রাষ্ট্রপতি ভবনের সব শীর্ষ কর্মকর্তা ও কর্মী এবং কালামের পরিবারের লোকেরা সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান।’ অন্যদিকে ‘মিসাইলম্যান’ খ্যাত আবদুল কালামকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট, যিনি প্রত্যেক ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা।’ উল্লেখ্য, ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন আবদুল কালাম। পড়াশোনা করেন পদার্থবিদ্যা ও এয়ারস্পেশ প্রকৌশল নিয়ে। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘মিসাইলম্যান’ বলেও ডাকা হয় তাকে। এই পরমাণুবিজ্ঞানী ২০০২ সালের ২৫ জুলাই ভারতের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্নে ভূষিত হয়েছিলেন তিনি। এ ছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণসহ অসংখ্য পুরস্কার পান। ২০১৫ সালের ২৭ জুলাই সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কালাম। এরপর রাতেই শিলংয়ের বেথানি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সর্বশেষ খবর