Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ২৩:১৫
লসঅ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। শহরটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট চাঙ্ক স্প্রিঞ্জার জানান, স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই রেস্তোরাঁয় একটি পার্টি চলছিল। সেখানে কথা কাটাকাটির পর এক নারী ও এক পুরুষ সেখান থেকে চলে যান। তবে কিছুক্ষণ পর তারা আবার রেস্তোরাঁয় ফিরে এলে শুরু হয় গোলাগুলি। দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলা জানা গেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেত্তি জানিয়েছেন, ‘এটি অহেতুক বন্দুক হামলার একটি দৃষ্টান্ত। যা আমাদের শহরে এবং দেশজুড়ে অসংখ্য মানুষের বেদনার কারণ।’ পুলিশ জানায়, গোলাগুলির সময় ওই রেস্তোরাঁয় ৫০ জনের মতো ছিল। রেস্তোরাঁটিতে জনপ্রিয় জ্যামাইকান খাবার পাওয়া যায়। প্রতি শুক্রবার রাতে সেখানে অনেক লোকের সমাগম ঘটে। বিবিসি

এই পাতার আরো খবর
up-arrow