সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হাইতিতে জাতিসংঘ মহাসচিবের সামনেই ত্রাণের ট্রাক লুট

হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতিতে জাতিসংঘ মহাসচিবের সামনেই ত্রাণের ট্রাক লুটপাটের ঘটনা ঘটেছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ হাইতিয়ানরা ত্রাণবহরে এ হামলা চালায়। সম্প্রতি হারিকেনে দেশটিতে ৯০০ মানুষ নিহত হয়েছে। ৪ মাত্রার হারিকেন ম্যাথিউ হাইতির ওপর দিয়ে বয়ে যাওয়ায়  সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, লে কায়েতে তিনি নিজেই একটি লুটের ঘটনা প্রত্যক্ষ করেছেন। হাইতিকে তিনি আরও বেশি ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বান কি মুন আরও বলেন, জরুরি সাহায্যের জন্য যারা অপেক্ষা করছে তাদের অধৈর্য এবং ক্ষুব্ধ হওয়ার কারণ আমরা বুঝি। দ্রুত সাহায্য আনার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। বিবিসি।

সর্বশেষ খবর