সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

১৭৫ টন ওজনের জেড পাথ

১৭৫ টন ওজনের জেড পাথ

মিয়ানমারের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে জেড পাথর বিক্রি করে। আর বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় মিয়ানমারের কাচিন প্রদেশে। সেখানে এবার পাওয়া গেছে বিশাল আকৃতির জেড পাথর। যেটির ওজন ১৭৫ টন। জেড সবুজ রংয়ের প্রায় স্বচ্ছ একটি পাথর। চীনে জেড পাথরকে স্বর্গের পাথর হিসেবে আখ্যায়িত করা হয়। কাচিনে যে বড় পাথরটি পাওয়া গেছে সেটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ এবং ধারণা করা হচ্ছে এর দাম প্রায় এক কোটি ৭০ লাখ ডলার। মিয়ানমারের মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। এ পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর