মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মহাকাশে চীনের প্রথম স্পেস স্টেশনের যাত্রা শুরু

মহাকাশে ঘাঁটি গড়ার চীনা স্বপ্নপূরণ হতে আর বাকি মাত্র ছয় বছর! সব কিছু ঠিকঠাক চললে ২০২২-এ কক্ষপথে প্রথম স্পেস স্টেশন বানিয়ে সেখানে কাজকর্ম চালু করতে পারবে চীন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শেনঝউ-১১ মহাকাশযানে চড়ে রওনা দিয়েছেন দুই মহাকাশচারী জিং হাইপেং এবং চেন ডং। মিশন কমান্ডার হিসেবে এর আগে দুই বার মহাকাশে পাড়ি জমিয়েছেন জিং। আর চেন ডংয়ের এটাই প্রথম মহাকাশযাত্রা। ৩৩ দিন কক্ষপথে থাকার জন্য মহাকাশযানে মজুত করা হয়েছে প্রায় ১০০ ধরনের খাবার। জিয়াকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, মহাকাশে ৩৩ দিনের মধ্যে ৩০ দিনই তিয়াংগং-২ স্পেস ল্যাবে কাটাবে শেনঝউ-১১। আকাশপথে মিলিয়ে যাওয়ার পর এ দিন সাংবাদিক সম্মেলন করে সেন্টারের ডিরেক্টর জেনারেল ঝাং ইউশিয়ার দাবি, শেনঝউ-১১ মহাকাশযানের উেক্ষপণ ‘সম্পূর্ণ সফল’ হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এ অভিযানের সঙ্গে যুক্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মহাকাশের রহস্যভেদ করতে এখনো আমাদের অনেক পথ অতিক্রম করা বাকি।’ সিনহুয়া।

সর্বশেষ খবর