বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল ইকুয়েডর

যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে অবস্থানরত উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট কানেকশন কেটে দেওয়া হয়েছে। সোমবার উইকিলিকস এক টুইট বার্তায় জানায়, শনিবার হিলারি ক্লিনটনের একটি বক্তব্য ফাঁস করার পরে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উইকিলিকসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা নিশ্চিত করতে পারি শনিবার জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট কানেকশন কেটে দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠান  গোল্ডম্যান স্যাক্সকে উদ্দেশ্য করে হিলারির এক বক্তব্য প্রকাশের পরে তার সংযোগ বিচ্ছিন্ন  করা হয়। ইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে পালিয়ে অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ইন্টারনেট বন্ধ করার বিষয়ে ইকুয়েডর কোনো বক্তব্য দেয়নি। ইকুয়েডরের বামপন্থি প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া অ্যাসাঞ্জের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে দীর্ঘদিন সমর্থন করে আসছেন। যদিও এর জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে, ২০১১ সালে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেই কোরিয়া এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। দ্য টেলিগ্রাফ।

সর্বশেষ খবর