Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২২:৫৮
ইয়েমেনে তিন দিন অস্ত্রবিরতি ঘোষণা জাতিসংঘের

ইয়েমেনে তিন দিনের অস্ত্রবিরতি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এক বিবৃতিতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওদ শেখ আহমেদ বলেন, দেশটির স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে প্রাথমিকভাবে তিন দিনের অস্ত্রবিরতি আবারও শুরু হচ্ছে। গত এপ্রিল মাসে সেখানে প্রথম অস্ত্রবিরতি পালিত হয়। আন্তর্জাতিক মহল ইয়েমেনে অস্ত্রবিরতির আহ্বান জানানোর একদিন পর সোমবার এক বিবৃতির মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদি এ বিষয়ে সম্মত হন। এরপর জাতিসংঘের পক্ষ থেকে অস্ত্রবিরতির এমন ঘোষণা দেয়া হলো। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow