বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

চালকহীন গাড়ি

চালকহীন গাড়ি

স্টিয়ারিং, এক্সিলেটর সব আছে। কিন্তু কোনোটাতেই হাত লাগাতে হচ্ছে না। লন্ডনের মিল্টন কেনসের রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়ালো চালকবিহীন কার। এর আগে দুই বার পরীক্ষামূলকভাবে চালানো হয়। এবার প্রথম রাস্তায় চলল চালকবিহীন গাড়ি। চালক ছাড়াই গাড়িটি সফলতার সঙ্গে চলতে সক্ষম হয়েছে। টার্নিং এলে নিজেই ঘুরে যাচ্ছে! সামনে লোক চলে এলে নিজ থেকেই গাড়িটি থামছে। কোনো নির্দেশনা দিতে হচ্ছে না। চালকের দরকার না হওয়ায় গাড়িতে তার জন্য কোনো আসন নেই। গাড়ির দুটি আসনই যাত্রীদের জন্য বরাদ্দ। গাড়ির গতি ঘণ্টায় আট কিলোমিটার। বৈদ্যুতিক শক্তি চালিত পড, রাডার আর ক্যামেরা, তিন প্রযুক্তির মাধ্যমেই চালক ছাড়া চলছে এই গাড়ি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর