Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২৩:০৬
যৌন অপরাধ কমাতে নপুংসককরণ!

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, তার সরকার শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে। উইদোদো গণমাধ্যমকে বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোনো আপোষ হতে পারে না। দেশটিতে ১৪ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাস করে দেশটি। সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি। প্রেসিডেন্ট উইদোদো বলেছেন যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখব। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেওয়া হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে। বিবিসি

এই পাতার আরো খবর
up-arrow